মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান,বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ ও কেন্দ্র দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
১৫ জুন মঙ্গলবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ এনে বরিশাল রেঞ্জের ডিআইজি,জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,জেলা নির্বাচন কর্মকর্তা,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা.ওসি,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রির্টার্নি কর্মকর্তা ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই লিখিত অভিযোগে তিনি প্রতিপক্ষ প্রার্থী ও তার সশস্ত্র বাহিনীর দ্বারা তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান,সশস্ত্র অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ ও নির্বাচনের দিন (২১ জুন ) দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে কেন্দ্র দখলের পায়তারার কথা উল্লেখ করেন। এছাড়া উদয়কাঠির তেতলা মধুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণার দাবি করে তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন তিনি ওই মেম্বার প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসারকে দায়িত্ব দিয়েছেন।
Leave a Reply