সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে বসতঘরসহ প্রায় ৫০ শতক জমি মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ভয়াবহ ভাঙনের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা ওয়াসিম মৃধা জানান, সকাল আটটার দিকে নদীর তীরের মাটিতে ফাটল দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশাল অংশ ধসে পড়ে নদীতে চলে যায়। এতে তার চাচা-শ্বশুর মো. আবু বকর ঘরামীর বসতবাড়ি, আঙিনার বৃহৎ অংশ ও বহু ফলজ–বনজ গাছ নদী গিলে নেয়। ওয়াসিম বলেন, “আজকে যে অংশটা গেছে, কালকে যে আমার শ্বশুরের ঘর চলে যাবে—এ ভয়ে আছি।”
গৃহহীন আবু বকর ঘরামী জানান, “আমাদের শেষ সম্বলটুকু নদী নিয়ে গেল। মাথা গোঁজার ঠাঁই ছিল যে জায়গায়, তা এখন নেই। পরিবার নিয়ে কোথায় যাবো, কীভাবে দিন কাটাবো—কিছুই বুঝতে পারছি না।”
স্থানীয়রা জানান, এ ভাঙন নতুন নয়; গত কয়েক বছর ধরেই এলাকায় নদী ভাঙন চলছে, তবে এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি। আরও কয়েকটি বাড়ি ও জমিও ঝুঁকিতে রয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। কর্মকর্তারা বলেন, “আমরা প্রকৃত ঘটনা যাচাই করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগও বিবেচনায় রয়েছে।”
সন্ধ্যা নদীর এ ভয়াবহ ভাঙন এখন পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। নদীতীরবর্তী বাসিন্দারা প্রতিদিনই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
Leave a Reply