শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চলতি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শনিবার (০৮ জুন) মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এরই মধ্যে বৃষ্টির কবলে পড়ে ভেস্তে গেছে বিশ্বকাপের একাধিক ম্যাচ। তবে আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।
আগেরদিন রাতে বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, কার্ডিফে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে স্থানীয় সময় পৌনে ৭টা নাগাদ দেখা গেল বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টি না ঝরলেও আকাশে মেঘের আনাগোনা স্পষ্ট। ঘনকালো মেঘে ঢাকা কার্ডিফের আকাশ। সূর্যের দেখা মেলেনি এখনও।
আবহাওয়া প্রতিবেদনে বলা আছে, সকাল ৯টার পর কার্ডিফে সারাদিন বৃষ্টির সম্ভাবনা খুব কম। তার মানে, যদি ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায়, তাহলেও নির্বিঘ্নে পুরো ৫০ ওভারই খেলা হবে। মাঝখানে আর বৃষ্টি না নামলেই হয়।
কারণ, কার্ডিফের আউটফিল্ডের ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যাধুনিক। সেখানে যত ভারি বৃষ্টিই হোক না কেন, এক ঘণ্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব।
এর আগে শুক্রবার (০৭ জুন) বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টাইগাররা। তারপরও ইংল্যান্ডকে হারাতে মরিয়া টাইগার বাহিনী।
Leave a Reply