শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি :
প্রাথমিক স্তর থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সততার শিক্ষা প্রদানের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সততা স্টোর নামের দোকান উদ্বোধণ করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদারের ব্যক্তিগত উদ্যোগে সোমবার বেলা ১১টায় মাহিলাড়া ও দক্ষিণ মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধণ করা হয়। জেলার দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রধান অতিথি হিসেবে দুটি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন।
দক্ষিণ মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক মনোতোষ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, প্রধানশিক্ষক একেএম মিজানুর রহমান প্রমুখ। শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়।
Leave a Reply