অনলাইন ডেস্ক :ঢাকা: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘন করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ সার্কিট হাউস ও বরিশাল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আবুল হাসনাত আবদুল্লাহ সার্কিট হাউস ও বরিশাল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনের সীমানার বাইরে থেকে লোকজনদের নিয়ে এসে নৌকা মার্কার পক্ষে মহড়া চলছে।’
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ‘ধানের শীষের মেয়র প্রার্থী মজিবুর রহমান সারোয়ার প্রচার মিছিল বের করলে সেই মিছিলে পুলিশ বাধা দিচ্ছে, কিন্তু নৌকা প্রতীকের প্রার্থীর মিছিল সারা মহানগর অবাধে প্রদক্ষিণ করছে।’
ছাত্রদল নেতা ইসহাক সরকারকে গ্রেপ্তারের বিষয়ে রিজভী বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তার অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি। পরিবারের সকলকে চরম উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে ঠেলে দিয়ে দুদিন পরে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রিমান্ডে থাকাকালীন তাঁর প্রতি কী আচরণ করা হচ্ছে তা আমরা জানি না। তবে তাঁকে নির্যাতনের মাধ্যমে কোনো শেখানো বুলি বলানো হচ্ছে কী না তা নিয়ে দল ও তার পরিবার সবাই উদ্বেগের মধ্যে আছে। আমি অবিলম্বে ইসহাক সরকারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকায় আসা ছয় তরুণকে পরিচয় করিয়ে দিয়ে রিজভী বলেন, ‘নেত্রীর মুক্তির জন্য তরুণদের এমন অভিনব প্রতিবাদ আগামী দিনে আমাদের আন্দোলনে অনুপ্রেরণা দিবে। আমাদের দলের নেতাকর্মীদের উজ্জীবিত করবে।
Leave a Reply