সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
বিদ্যালয়ের শিশুদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দুপুরের টিফিন হিসেবে বিস্কুট দেয়া হয়। কিন্তু প্রায়ই শিশুরা তাদের টিফিন পায় না। আজ সেই বিস্কুটের প্যাকেট বরিশালের মুলাদীতে এক স্কুল শিক্ষিকার বাড়িতে পাওয়া গেছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে আলী আকবর সরদারের ঘরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রায় ৫০ প্যাকেট বিস্কুট পাওয়া যায়। আলী আকবর সরদারের স্ত্রী রুমা জান্নাত ওরফে রুমা হিজলা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষিকা। বিভিন্ন সময় বিস্কুটের প্যাকেটগুলো স্কুুল থেকে বাড়িতে নিয়ে আসেন তিনি।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে আলী আকবর সরদারের বাড়িতে নির্মাণ শ্রমিকদের নাস্তায় সরকারি বিস্কুটের প্যাকেট দেয়া হয়। এ সময় দুই শিশু আলী আকবরের কাছে বিস্কুট চাইলে ক্ষিপ্ত হন। পরে শিশুরা বিস্কুটের বিষয়ে তাদের অভিভাবকদের জানালে আলী আকবরের বাড়িতে প্রায় ৫০ প্যাকেট সরকারি বিস্কুট রয়েছে বলে জানা জানি হয়।
এ ব্যাপারে আলী আকবর সরদার জানান, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার সুবাদে বিস্কুটের প্যাকেটগুলো বাড়িতে নিয়ে আসেন।
শিক্ষিকা রুমা জান্নাত জানান, তার সন্তান ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় থেকে সন্তানকে দেয়া প্যাকেটগুলো জমা করে স্বামীর কাছে পাঠানো হয়েছে।
Leave a Reply