বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের বর্নিকের হাট এলাকায়, ২৯ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায়, খালের বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেন, বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।
বর্নিকের হাট থেকে কাউরিয়া বাজারে যাতায়াতের একমাত্র সড়কটির পাশে থাকা এই খালটিতে বর্ষা মৌসুমে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এতে খালের পাড় ভেঙ্গে, সড়কের দু পাশে থাকা ফসলি জমি, ঘর-বাড়ি, মসজিদ, মাদ্রাসা হুমকির সম্মুখীন হয়।এলাকারবাসির জোড় দাবিতে জনগণের কল্যাণে খালটিতে বাঁধ নির্মাণ করা হয়েছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজ-উল-আলম লিটন। আন্ধারমানিক ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
Leave a Reply