বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’-শ্লোগান নিয়ে বরিশালে চতুর্থ পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা এবং কর্মরত অবস্থায় নিহত ২৫ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা দেয়া হয়েছে।
আজ বরিবার (১ মার্চ) সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও বরিশাল ১০ম আমর্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবু নাছের মো. খালেদ।
সভার শেষ পর্যায়ে কর্মরত অবস্থায় নিহত বরিশালের ২৫ পুলিশ সদস্যদের স্বজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরনে পুষ্পার্ঘ্য অপর্ণ এবং তাদের রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply