সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহদিুল ইসলাম জেলা প্রশাসনের সভা কক্ষে দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা দেন।
তিনি জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ড. শাম্মী আহমেদ ছাড়া আরো ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের একাংশের সঙ্গে পঙ্কজ নাথের বিরোধের জেরে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গত কয়েক বছর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা দেশজুড়ে ছিল আলোচিত।
মনোনয়ন হারানো প্রার্থীরা হলেন, বরিশাল ৪ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আসাদুজ্জামান। তার মনোনয়ন দল থেকে বাতিল করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বরিশাল ১ আসনে জাকের পার্টির প্রার্থী রিয়াজ মোর্শেদ জামান খান হলফনামা দাখিল করেনি এবং দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বরিশাল ২ আসনের জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ হলফনামার ৩শ টাকার কোর্ট ফি সংযুক্ত করেনি এবং দলীয় মনোনয়ন ঠিকভাবে পূরণ করেনি। একই আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মিরাজ খানের ঋণ খেলাপী থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া বরিশাল ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলমের ঋণ খেলাপী, জাকির হোসেন খানের ঋণ খেলাপী ও ১ শতাংশ ভোটার সমর্থন সঠিক না পাওয়ায়, শাহরিয়ার মিঞার ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায়, নূরে আলম সিকদারের ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায় এবং হুমায়ূন কবিরকে তার দল বাংলাদেশ কংগ্রেস মনোনয়ন বাতিল করায় নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করেছে।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাদিক তার হলফনামায় তার স্ত্রীর নামে আমেরিকায় বাড়ি থাকার বিষয়টি উল্লেখ করেননি। তবে যাচাই বাছাইয়ে দেখা গেছে যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পরেই সাদিক অনুসারী নেতাকর্মীরা উল্লাস করেন। এসময় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজি নঈমুল হোসেন লিটু, বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ নেতা এস এম জাকির হোসেন সহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, নির্বাচনে আমরা কোন সংঘাত চাই না। উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার মধ্য দিয়ে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
Leave a Reply