রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। আজও পাকিস্তানের দাসত্ব বরণ করে থাকতে হতো। আল্লাহপাক শেখ মুজিবুর রহমানকে শুধু এ দুনিয়াতে পাঠিয়েছেন বাঙালিকে পরাধীনতা থেকে মুক্ত করতে।
আজ সোমবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগ আয়োজিত টি-২০ ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণকালে টেলিকনফারেন্সে তিনি এ কথা বলেন। এ সময় ভোলা জেলা ছাত্রলীগকে ইউনিট কমিটিগুলোকে সাংগঠনিক কাঠামোর মধ্যে সুসংগঠিত করার পরামর্শ দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে টেন্ডারবাজি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানোর পর বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র লীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় তিনি আরো বলেন, আজ আমরা যারা ছাত্ররাজনীতি করি, আমাদের জন্মের আগেই এই ভোলার কৃতি সন্তান তোফায়েল আহেমদ ছাত্র রাজনীতির নক্ষত্র। ভোলা জেলা ছাত্রলীগকে সাবেক ডাকসুর ভিপি তোফায়েল আহমেদকে অনুসরণ করে আগামীতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ্ব) মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতৃবৃন্দ।
ফাইল ম্যাচে প্রেসিডেন্ট টিম ১০ রানে সেক্রেটারি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন জেলা ছাত্র ছাত্রলীগ সভাপতি ও প্রেসিডেন্ট টিমের ক্যাপ্টেন রায়হান।
Leave a Reply