রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : আবারও বিতর্কিত মন্তব্য করে বসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তার নিশানা কোনো ফিল্ম তারকা ছিল না। এই অভিনেত্রী এবার একহাত নিয়েছেন কংগ্রেসকে।চতুর্থ ধাপের নির্বাচনে ভোট দেন কঙ্গনা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা মোঘল, ব্রিটিশ ও ইতালিয়ান সরকারের দাসত্ব করেছি। এখন আমরা স্বাধীন। তাই তাঁর আহ্বান ভাবনা চিন্তা করে ভোট দিন।
মূলত ইতালিয়ান বলতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে বুঝিয়েছেন তিনি। কারণ এই অভিনেত্রী শরু থেকেই বিজেপি সমর্থক।কঙ্গনা আরও বলেন, কংগ্রেস সরকারের সময়ে আমাদের দেশ যেখানে না খেতে পাওয়া, দারিদ্র্য, ধর্ষণ, দূষণের মতো সমস্যায় দুর্দশাগ্রস্ত হয়েছিল, আমাদের নেতারা কোথায় না.. লন্ডনে গিয়ে আরাম করছিলেন! এর থেকে খারাপ আর কী হতে পারে? স্বরাজ এবং স্বধর্মের সময় এটা। তাই প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের উচিত ভোট দেওয়া।কঙ্গনার বক্তব্যে ‘ইতালিয়ান’ শব্দটিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। এ নিয়ে অভিনেত্রীকে ধুয়ে দিচ্ছেন কংগ্রেস কর্মীরা।
Leave a Reply