রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অধিক লাভের আশায় পেঁয়াজ বিক্রি না করে দোকান বন্ধ রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পেঁয়াজের দাম না বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
পিরোজপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ভবিষ্যতে আরও দাম বাড়বে তাই পেঁয়াজ ব্যবসায়ী বিনয় কৃষ্ণ পাল দোকান বন্ধ করে চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানকালে ওই ব্যবসায়ীকে ডেকে আনেন। বিনয় জানান, তার পেঁয়াজ ১৪০ টাকা দরে ক্রয় করা হয়েছে।
এমন মিথ্যা অজুহাত প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী মন্টু সাহা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply