শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের আলোচিত এহ্সান গ্রুপ এর ভুক্তভোগী গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ সহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানার একটি চৌকস টিম।
সদর থানার ওসি আশিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে, এস আই দীপঙ্কর চন্দ্র দাস ও এস আই প্রকাশ চন্দ্র দে অভিযান পরিচালনা করে বুধবার সকাল ১১ ঘটিকায় মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বাদল (৩৮) এহসান গ্রুপের ফিল্ড অফিসার ছিলেন।
পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম পিপিএম জানান, মোঃ বাদল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান রাগীব আহসান ও তার বাবা, তিন ভাই এবং স্ত্রী-সহ ম্যানেজার নাজমুল ইসলাম ও মোঃ বাদল এর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।
Leave a Reply