শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া) আ’লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমান মহাজোট প্রার্থী ডাঃ রুস্তুম আলী ফরাজিকে (লাঙ্গল প্রতিক) সমর্থণ করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার পর পিরোজপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পিরোজপুর-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী শ ম রেজাউল করিমের নির্বাচনি কার্যালয়ে এসে এ সিদ্ধান্ত জানান।
এ সময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম , আইন বিষয়ক সম্পাদক পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন , জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শফিউল হক মিঠুসহ আওয়ামীলীগের বিপুল সংক্ষক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুর রহমান মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যানের পদ থেকে গত ২৬ নভেম্বর পদত্যাগ করেন। দলের কাছে মনোনয়ন চেয়ে না পাওয়ার পরও তিনি নির্বাচনে অংশ নেন।
গত ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে দলের সভাপতি ও মহাজোট নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরর নেতাকর্মীদের সাথে কথা বলার সময় মহাজোটের প্রার্থী জাপা নেতা ডাঃ রুস্তুম আলী ফরাজি প্রধানমন্ত্রীর কাছে তার আসনে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে অভিযোগ দেওয়ার পর দিনই আশরাফুর রহমান রুস্তুম আলী ফরাজিকে সমর্থণ করে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন।
Leave a Reply