শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সৈয়দ বরু (৬০) পটুয়াখালী সদরের নাজের আলীর স্ত্রী। হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সৈয়দ বরু মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়।
পরে আজ বেলা সোয়া ১ টার দিকে তার ওই ওয়ার্ডেই মৃতু হয়। মৃত্যুর বিষয়টি হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন নিশ্চিত করে বলেন, রোগী আগে থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো। আমাদের এখানে আসার পর তার সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে।
তারপরও তার মৃত্যু হলো, যা দুঃখ জনক। তিনি জানান, এ পর্যন্ত এ হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
যারমধ্যে বিদয়া নিয়েছেন ২ হাজার ৩৬১ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১৬ জন এবং বিদায় নিয়েছেন ৩১ জন। আর গোটা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যারমধ্যে ২৯ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।
Leave a Reply