শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের মিছিলে অংশ নিয়েছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার কদমরসূল দরগাহে জিয়ারতে যাবার সময় এবং জিয়ারত শেষে ফেরার পথে এ মিছিল হয়।
এ সময় আইভীর পক্ষে সেখানে উপস্থিত শত শত সমর্থক নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দেন এবং মিছিল করেন।
নাসিক নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধির ৫নং ধারায় স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।
যদিও সেখানে উপস্থিত আইভীর নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাদের দাবি, তিনি (আইভী) কাউকে জানিয়ে আসেননি এবং তিনি মিছিল করতে বলেননি। উপস্থিত নেতাকর্মীরা হয়তো নৌকার পক্ষে নিজে থেকেই শ্লোগান দিয়েছেন। তবে সিনিয়র নেতারা শ্লোগান দিতে বার বার নিষেধ করলেও নেতাকর্মীরা তা শোনেননি।
অবশ্য এ ব্যাপারে সদ্য পদত্যাগী মেয়র আইভী কোনো মন্তব্য করতে রাজি হননি।
নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান জানান, আইন সবার জন্য সমান। যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি।
Leave a Reply