বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি ফাহিম ফয়সাল রিফাতের হাতে পিস্তলের একটি ছবি ভাইরাল হয়েছে। সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ছবি।
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। গ্রেপ্তার হলে অস্ত্রের রহস্যও বেরিয়ে আসবে।
রিফাত সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। বাবা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই রিফাত বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ স্থানীয়দের।
গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রিফাত। ঘটনার পর তাকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়।
Leave a Reply