রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ভারত জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামীর বাড়িতে গিয়ে হিংসার অভিযোগে গ্রেপ্তার তার সাবেক স্ত্রী হাসিন জাহান পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। এই মডেলের অভিযোগ, পুলিশ তাকে নাইটি (রাতের পোশাক) পরা অবস্থাতেই থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।
রবিবার রাতে গ্রেপ্তার হাসিন সোমবার তার জামিন পেয়ে আইনজীবীকে জানান, শামির পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন চিকিৎসার প্রয়োজনে। সেখানে তার নিজস্ব টাকায় তৈরি ঘর আছে। যাওয়ার পর থেকেই তার শাশুড়ি আঞ্জুমারা এবং দেওর মহম্মদ কায়েফ নানা রকম কথা বলতে শুরু করে চিৎকার করতে থাকেন। তিনি কোনো উত্তর দেননি। পরে রাতে পুলিশও আসে। তিনি ঘটনা বুঝিয়ে বললে চলে যায়।
হাসিনের অভিযোগ, তখনকার মতো চলে গেলেও মাঝরাতে ফের হাজির হয় পুলিশ। দরজা খুলতেই বেশ কয়েক জন পুলিশকর্মী তার ঘরে ঢুকে পড়েন। পুলিশ তাকে বলে ওদের সঙ্গে যেতে। তিনি বলেন, যদি যেতে হয় তবে পরের দিন সকালে যাব। ওরা কোনও কথা শোনে না। আমি নাইট গাউন পরা ছিলাম। ওই অবস্থাতেই আমাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
অনেক অনুনয়ের পর পুলিশ পোশাক বদলাতে দেয়। কিন্তু বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁর শিশুকন্যা এবং আয়াকে ঘুম থেকে তুলে ডিডৌলি থানাতে নিয়ে আসে পুলিশ। রাতে তাদের একটি হাসপাতালের কক্ষো রাখা হয়, সেখানে তাদের খাবারও দেয়া হয়নি। এমনকি তার সন্তানকেও না, অভিযোগ হাসিনের।
বিকালে মহকুমা আদালত থেকে জামিন পান হাসিন। কিন্তু অভিযোগ, ম্যাজিস্ট্রেট পুলিশকে তাঁদের সবাইকে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেও, পুলিশ হুমকি দেয় ওই বাড়িতে না যেতে।
Leave a Reply