মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে স্বরণে ‘চিরদিনের মান্না দে’ সংগীত সন্ধ্যা বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে। মান্না দে সঙ্গীত সন্ধ্যা উদ্যাপন পর্ষদের আয়োজনে সোমবার সন্ধ্যায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সংগীত সন্ধ্যার উদ্বোধণ করা হয়।
মান্না দে সঙ্গীত সন্ধ্যা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক বিজয় কৃষ্ণ দে’র সভাপতিত্বে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস ও আইনজীবী লস্কর নুরুল হক প্রদীপ প্রজ্জলন করে সংগীত সন্ধ্যার উদ্বোধণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব গোপাল কৃষ্ণ গুহ রিপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, প্রফেসর লুৎফে-ই আলম, টুনু রানী কর্মকার, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক দেবাশিষ চক্রবর্তী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নারী নেত্রী পুস্প চক্রবর্তী, বাসুদেব ঘোষ, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ প্রমুখ।
সংগীত সন্ধ্যায় মান্না দে’র গান পরিবেশন করেন শিল্পী চঞ্চল নট্টো, মৈত্রি ঘড়াই, সুখেন্দু শেখর, শহিদুজ্জামান মামুন ও জাহিদুল সরদার জিকু।
Leave a Reply