রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে পিরোজপুরে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন নারী ও শিশু নির্যাতন বিরোধী শক্তির জেলা কমিটি।মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পিরোজপুর টাউন ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে অংশ নেয় মহিলা পরিষদ, ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইয়ুথ সোসাইটিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী। মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, নারী ও শিশু নির্যাতন বিরোধী শক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক সামিয়া সুলতানা মনি, সুপ্রর সম্পাদক মইনুল আহসান মুন্না, ইয়ুথ সোসাইটির নেতা হাসিবুল ইসলাম হাসান, সাংবাদিক ইমন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে প্রতিদিনই নারী-শিশুর সাথে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। যার দৃষ্টান্ত বিচার আমরা দেখতে পাই না। গত দুই মাসে শুধুমাত্র পিরোজপুর জেলার নাজিরপুরে ১২টি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মামলা হয়েছে ৯-১০টির।
প্রথম শ্রেণির শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ নয়। তাই ধর্ষণের ঘটনা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাই।পরে মানববন্ধন থেকে ‘নারী ও শিশু নির্যাতন বিরোধী শক্তি’ সব সময় নির্যাতিত নারী ও শিশুর পক্ষে কাজ করবে বলে ঘোষণা করা হয়।
Leave a Reply