বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দীর্ঘ ১৯ বছর পর বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ কমিটি অনুমোদন দেন।
২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্র থেকে গঠন করা হয় বরিশাল মহানগর ছাত্রদলের ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি। ওই কমিটিতে রেজাউল করিম রনিকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়। সুপার ফাইভ কমিটিকে ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্র জমা দিতে বলা হয়। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলসহ নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে চার বছর পার করে। সম্প্রতি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হলে সেটি অনুমোদন দেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে ১০২ জনকে সহ-সভাপতি, ১২৫ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ১০০ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৮৭ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৮ জনকে সদস্য করা হয়েছে। এ ছাড়া মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ এই কমিটিতে বিভিন্ন পদে আরও ৫৬ জনকে পদায়ন করা হয়।
মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি বলেন, ‘সারা দেশেই বড় পরিসরে ছাত্রদলের কমিটি হচ্ছে। বিরোধী দল হওয়ায় সবাইকে সাংগঠনিক পরিচয় দিতে কমিটি বড় করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরা ঠাঁই পেয়েছেন।’
সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘পদপ্রত্যাশী সবাইকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হয়েছে। এতে কোনও সমস্যা হবে না। আগামীতে আন্দোলন-সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল নবউদ্যমে মাঠে নামবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে বিএম কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি মশিউল আলম সেন্টুকে সভাপতি ও জিএম আতায়ে রাব্বিকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর ছাত্রদলের সবশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়। এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১১ সালে ২২ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২২ জনের ওই আহ্বায়ক কমিটি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ দিতে পারেনি।
Leave a Reply