শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলমান দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী আগামী ২৮ নভেম্বর। এই ধাপে ১ হাজার ৭ টি ইউপিতে নির্বাচন হবে। এরমধ্যে ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ৬০ জেলার বিভিন্ন উপজেলার ইউপি রয়েছে।
বৃহস্পতিবার তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
এর আগে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে।
তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের তালিকা দেখুন-https://www.bd-journal.com/assets/gallery/%E0%A7%A9%E0%A7%A6%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A6/UP-election-2021-bdjournal.pdf
Leave a Reply