শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:দ্বীপজেলা ভোলার -১ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৬৩। পূর্বের চাইতে নৌকার জনপ্রিয়তা এবার তুঙ্গে। এখানকার সচেতনরা বলছে ৭০’র ন্যায় নৌকার যোয়াড় দেখছে এবার। ভোলার সর্বত্রই এখন নৌকার প্রচারণার জোয়াড়ে উত্তাল হয়ে উঠছে ভোলাবাসী।
বিএনপির নির্যাতন আর আওয়ামী লীগের উন্নয়ন এ দুই নিয়ে চলছে আওয়ামী লীগের প্রচারণা। প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও বিএনপির অত্যাচারের লোমহর্ষক কাহিনী ভোলেনি ভোলাবাসী। এতে দিনদিন পিছিয়ে পরছে বিএনপি। জনরোষে পড়ার ভয়ে ধানের শীষ প্রতীক নিয়ে গ্রাম-গঞ্জে প্রচারোণায় নেই গোলাম নবী আলমগীর। এছাড়া প্রচারণার নানা কৌশলে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের প্রতীক নৌকা ।
এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইয়াছিন নবী পুরীর হাতপাখা প্রর্তীক নিয়ে মাঝে মধ্যে হাতে গোনা কিছু ক্ওামী আলেমের প্রচারোণা দেখা গেলেও এরশাদের জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে দু’একদিন আগ থেকে চলছে মাইকে প্রচারোণা তবে মাঠে প্রচারোনা নেই কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতীকের।
ভোলার প্রতিটি হাট বাজার, রাস্তা-ঘাট, পাড়া মহল্লার মোড়ে মোড়ে আওয়ামী লীগের উন্নয়ন জনতার কাছে তুলে ধরা হচ্ছে ডিজিটাল প্রচারণার মাধ্যমে। জাতির পিতা ও তার কন্যা শেখ হাসিনা অর্জন আর উনসত্তরের মহা নায়ক তোফায়েলের হাজারো উন্নয়ন নিয়ে গান বেধেছে জনতা।
নৌকা নিয়ে গান আর স্লোগানে মূখরিত হচ্ছে ভোলার অলি-গলি। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ ভোলার বিভিন্ন এলাকায় প্রতি দিন ৮-১০ টি পথ সভায় যোগদিয়ে জননেত্রী শেখ হাসিনার সততা ও উন্নয়ন তুলে ধরছে ভোলার মানুষের কাছে।
এতে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকার পালের নীচে আশ্রয় নিচ্ছে। তাছাড়া ৭০ দশকের তুখোর ছাত্র নেতা তোফায়েলের মূখে অগ্নিঝড়া বক্তব্যে বাংলার উন্নয়ন আর বঙ্গবন্ধুর স্মৃতিতে বিমোহিত হচ্ছে এখানকার মানুষ। এতে এবার বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর জামানত হারাবে বলেও মতামত দিচ্ছেন অনেকে। কারন ২০০১’র নির্বাচন পরবর্তী বিএনপির বর্বরোচিত নির্যাতন মনেপড়ে ফুসে উঠছে ভোটাররা।
এতে করে দিনদিন বারী হচ্ছে নৌকার পালা আর নীল হচ্ছে ধানের শীষ। মিছিলে মিছিলে যোগ দিতে দেখা যাচ্ছে। ভোলার সবক’টি আসনেই উন্নয়ন নিয়ে আওয়ামী লীগ এগিয়ে দূর্নীতি আর ২০০১ সালের নির্যাতন নিয়ে পিছিয়ে আছে বিএনপি আর বাকীর চলছে খুড়িয়ে খুড়িয়ে।
Leave a Reply