শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
ক্ষমতাসীনদের অপশক্তি আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হিন্দুধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। গণতন্ত্র উদ্ধারে লড়াই করে যাচ্ছেন বলেই আজকে তিনি কারাগারে আবদ্ধ।
কয়েক দিন আগে কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি অনেক অসুস্থ্, ব্যথায় কষ্ট পাচ্ছেন। তারপরও তিনি আমার মাধ্যমে দেশবাসীকে বলেছেন, রাষ্ট্রকে অপশক্তির কাছ থেকে উদ্ধার করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই হলো আমাদের আজকের দিনের শপথ।’
বিভিন্ন ধর্মীয় পার্বনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করে থাকেন- এ কথা স্মরণ করে ফখরুল প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, ‘তিনি (খালেদা) আপনাদের খোঁজ-খবর নেন। আজকে তিনি কারাগারে মিথ্যা মামলায় বন্দি। তবে তিনি আপনাদের সঙ্গে আছেন।’
খালেদা জিয়ার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান বি্এনপির মহাসচিব।
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘শ্রীকৃষ্ণ সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন- এই কথা যেন আমরা সব সময় মনে রাখি।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে এবং অমেলেন্দু রায়ের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, অ্যালবার্ট পি কস্টা, দীপেন দেওয়ান, সুশীল বড়ুয়া, অপর্ণা রায়, মুকুল সাহা, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের সহ-সভাপতি দেব জয় জনি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply