শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
মো. সুজন মোল্লা॥ সকাল থেকে রাত অবধি নিজ এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ-রাখেন যে জনপ্রতিনিধি তার নাম মেজবা উদ্দিন সোহেল।
অভিভক্ত বাংলার মূখ্য মন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের পূর্ণ ভূমি চাখার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড় ভৈৎসর ও ছোট চাউলাকাঠি গ্রাম নিয়ে গঠিত।
এই ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা মেজবা উদ্দিন সোহেল। এলাকার সাধারণ জনগণ জানান, অসহায় মানুষের ভরসাস্থল তিনি।
সকাল, সন্ধ্যা কি রাত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ রাখেন এই জনপ্রতিনিধি। তার সাধ্যমতো চেষ্টা করেণ দরিদ্র মানুষের পাশে থাকার।
এমন একজন মানুষকে ভোটের মাঠে পেয়ে এবারও বেজায় আনন্দিত ও উৎফুল্ল হয়েছেন এখানকার বেশিরভাগ ভোটাররা। তারা আরও বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে ২১ জুনের নির্বাচনে অসহায় মানুষের প্রার্থী মেজবা উদ্দিন সোহেলই বিজয়ের হাসি হাসবেন।
স্থানীয় মানুষের কথা শুনে সরেজমিনে দেখা যায় সোহেলের প্রতি তার ওয়ার্ডের বেশিরভাগ মানুষের সমর্থন রয়েছে। সুবিধাভোগীদের মাঝে তাদের অধিকার সম বন্টন করে দারিদ্রতা অনেক কমিয়ে এনে স্বাবলম্বী করার প্রত্যয়ে এগিয়ে নিয়ে চলছেন। অপরদিকে গ্রামকে শহুরের ন্যায় গড়ে তোলার ভিশনে তার ওয়ার্ডটি অনেকাংশে এগিয়ে রয়েছে।
Leave a Reply