শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, ‘শুধু এক-এগারোর গন্ধ পাচ্ছেন কেন? এক মাস পরে যে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন, খালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন—এই গন্ধ পাচ্ছেন না?’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন : সংকট উত্তরণের একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা এসব কথা বলেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘সেপ্টেম্বর আসছে, সামনে পহেলা সেপ্টেম্বর, বিএনপির প্রতিষ্ঠার দিন। বিএনপির প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। সেপ্টেম্বর মাস গণতন্ত্রকে ফিরিয়ে আনার মাস। বিএনপি নির্বাচনে যাবে, কত ধানে কত চাল এইবার টের পাবেন। আপনাদের এমন কোনো শক্তি নাই, খালেদা জিয়াকে আটকে রাখবেন। তিনি মুক্তি পাবেন। বিএনপির নেতাকর্মীরা জীবনকে বাজি রেখে তাঁর মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা নির্বাচনে যাব।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আমরা আবারও একটি ১/১১-এর গন্ধ পাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ১/১১ তাঁর আন্দোলনের ফসল। এখানে কোনটা সত্য, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আপনারা এত কিছুর গন্ধ পাচ্ছেন, কিন্তু গন্ধ পাচ্ছেন না যে এক মাস পরে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন? খালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন, সেই গন্ধ পাচ্ছেন না?’
বিএনপি নেতা বলেন, ‘আমি গতকাল রাত থেকে একটু উদ্বিগ্ন, হতাশ এবং আতঙ্কগ্রস্ত। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি, চিন্তাভাবনা আছে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে যাব। কিন্তু গণমাধ্যমে নিউজ দেখে আমি একটু হতাশাগ্রস্ত। শেখ হাসিনা গতকাল বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে শুধু জিয়া জড়িত না, তাঁর স্ত্রী খালেদা জিয়াও জড়িত।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর নিউজ যখন বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তখন আমার মনে প্রশ্ন জেগেছে। কারণ, ’৭৫-এর হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়, তখন খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ। তখন তো বিএনপিও তৈরি হয় নাই, তাঁকে তাঁর পরিবার ছাড়া আর বেশি মানুষ চিনতে পারত বলেও আমার মনে হয় না। কোন কারণে তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত করবেন? প্রধানমন্ত্রী যদি ব্যাখ্যা করেন, তাহলে আমার এই অস্থিরতা একটু হলেও কমবে।’
‘আমি প্রধানমন্ত্রীর কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, মন্ত্রিত্বও চাই না। কোন কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ’৭৫-এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেছেন, আমি শুধু এর ব্যাখ্যার দাবি করছি। যদি ব্যাখ্যা করেন, তাহলে আমি বাধিত হব। যদি ব্যাখ্যা করতে ব্যর্থ হন, তাহলে এই অপপ্রচারের জন্য দয়া করে পদত্যাগ করুন,’ যোগ করেন বিএনপি নেতা।
Leave a Reply