রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: কুয়াকাটা আশার আলো জেলে মৎস্যজীবি সমবায় সমিতির উদ্যোগে সমুদ্র উপকুলভাগের খুঁটা জেলেদের সমুদ্রের জলসীমা নির্ধারণ, জাল চুরি রোধসহ বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় সভা করেছে জেলেরা।
আশার আলো জেলে মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা,পৌর প্যানেল মেয়র পান্না মিয়া হাওলাদার,কাউন্সিলর তানভীর জাহান মন্টু,কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ কামরুল ইসলাম,কাউন্সিলর শাহ আলম হাওলাদার,কাউন্সিলর মোঃ হবিবুর রহমান,মৎস্য আড়ৎদার বশির হাওলাদার, পৗর শ্রমীক লীগ সাধারন সম্পাদক আঃ রহিম হাওলাদার প্রমুথ।
মতবিনিময় সভায় জেলেদের পক্ষে বক্তব্য রাখেন,আঃ আজিজ মাঝি,মোঃ মোশাররফ মাঝি ও শাহ আলম মাঝিসহ আরো অনেকে। বক্তব্যে জেলে মাঝিরা সমুদ্রে খুঁটা জেলেদের মাছ শিকারে জলসীমা নির্ধারণ নিয়ে জটিলতা, জালচুরি রোধ এবং বহিরাগত জেলেদের রোধসহ বিভিন্ন জটিলতার সমাধানের দাবি জানান। মত বিনিময় সভায় কুয়াকাটা সমুদ্র উপকুল ভাগের পাঁচ শতাধিক জেলে ও মৎস্য আড়ৎদাররা অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, বিএনপি জামাত জোট সরকারের সময় বঙ্গোপসাগরে জালচুরি এবং সমুদ্রে মাছ ধরতে চাঁদা দিতে হতো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সমুদ্রে জেলেদের জাল চুরি ও চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। জেলেরা এখন সমুদ্রে নির্বিঘেœ মাছ শিকার করতে পারছে। জেলেদের আপতকালীণ সহযোগিতাসহ চাল এবং মৎস্য সরঞ্জামাদি দেয়া হয়। তিনি আরো বলেন,ইলিশ প্রজজনণ মৌসুম,ঝাটকা ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় বিশেষ সহায়তা প্রদান করছে সরকার। পৌর মেয়র এসময় কুয়াকাটা সমুদ্র উপকুলীয় এলাকার খুঁটা জেলেদের মাছ শিকারের সীমানা নির্ধারণ,বহিরাগত জেলেদের রোধ পুর্বক জেলেদের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
Leave a Reply