রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয়ে স্হানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠান বুধবার(৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা সমবায় কর্মকর্তা এম হাসান রকিব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, জেলা সমবায় অধিদপ্তরের সহকারী প্রশিক্ষক রিনা রানী মজুমদার, পরিদর্শক মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী গড়ে তুললে প্রশিক্ষনে সফলতা আসবে। প্রশিক্ষণের মাধ্যমে অনেক অজানা বিষয় জানা যায়।
Leave a Reply