শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: গত সাড়ে নয় বছরে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, “ঈদ মহান ত্যাগের বার্তা নিয়ে এসেছে ও ঈদ সকলের জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক”। গণভবনে উপস্থিত সবার উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আপনারা আজকে গণভবনে এসেছেন, গণভবন আজ ধন্য।
শেখ হাসিনা বলেন, আমাদের সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের উন্নয়নে কাজ করছে। “জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনো অসুবিধা নাই।”
অনুষ্ঠানে জাতির পিতাকে হারানোর শোকের এই মাসে পরিবারের সবার জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৫ আগস্ট আমরা মা-বাবা, ভাই-বোন সকলকে হারিয়েছি। আমরা দুটি বোন বেচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের প্রতি দোয়া করবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শোকের মাসে মানুষের ঈদ শান্তিপূর্ণ করতে শোক বুকে চেপে রেখেই কাজ করে যাচ্ছে সরকার।
গণভবনের এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের নাগরিক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চ আদালতের বিচারকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
Leave a Reply