শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
অনলা্ইন প্রতিনিধি : সারাদেশে আজ উৎসাহ ও উদ্ধীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজাহা। কিন্তু এই উৎসবের আঁচ লাগেনি গাইবান্ধায় নদী ভাঙ্গনের শিকার প্রায় শতাধিক পরিবারে। সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। তবে জেলা প্রশাসক জানালেন ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ভিজিএফসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ত্রান দিয়ে দেয়া হচ্ছে ভাঙ্গন কবলিত পরিবারগুলোকে।
ত্যাগের মহিমায় সারাদেশের মানুষ আজ যখন, পবিত্র ঈদুল আযহা পালন করছে, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের শিকার বাস্তুহারারা তখন দিন যাপন করছেন মানবেতর ভাবে। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট ও মাঝি পাড়া এলাকার শতাধিক পরিবারে, তাই নেই আজ কোন ঈদ আয়োজন বা আনন্দ।
শেষ সম্বল হারানো বাস্তুহারা এই মানুষদের পক্ষে এই ঈদে কোরবানি দেওয়াতো অনেক দূরের কথা, সামান্য একটু ভাল খাওয়ার আয়োজনও তারা করতে পারছে না এই দিনটিতে।
এই বাস্তুহারা মানুষেরা জানালেন নদী কেড়ে নিয়েছে তাদের ঈদের সব আনন্দ। ভাঙ্গনের শুরুতে কিছু ত্রাণ পেলেও এখন আর কেউ খোঁজ রাখেনা বলে জানান তারা।
তবে ঈদ উপলক্ষ্যে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগীতার কথা জানালেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
এবারের ঈদ নিয়ে কোন উচ্ছাস নেই এই বাস্তুহারা মানুষদের। সামনের দিনগুলো যেন তাদের এভাবে না আর কাটে, সেজন্য সরকারের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply