বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার হওয়ায় সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই এনআইডি সংশোধন বন্ধ থাকে।
এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় চালু করা হবে।”
ইসি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হয়েছে। এখন তালিকা প্রিন্টিং বা মুদ্রণের গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে। এই সময় এনআইডি সংশোধন চালু থাকলে নতুন এন্ট্রি বা পরিবর্তন তালিকা মুদ্রণে অসঙ্গতি তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা বজায় রাখতেই সাময়িকভাবে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের পরিকল্পিত স্থগিতাদেশ পূর্বেও দেওয়া হয়েছে এবং এটি একটি স্বাভাবিক প্রশাসনিক পদক্ষেপ। নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এটি জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Leave a Reply