রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বছরের অন্যতম আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং শেষ হয়েছে ২০১৯ সালে। এরপর গেল বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে জমকালো এক আয়োজনের মাধ্যমে সিনেমাটির ফাস্ট লুক উন্মোচনের অনুষ্ঠানে মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে জানানো হয় সিনেমাটির শেষ ধাপের কিছু শুটিং বাকী আছে। সেই শুটিং শুরু হয় গেল ৮ জানুয়ারি রাজধানীর উত্তরাতে। শুটিং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
তবে অবাক করা খবর হচ্ছে, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং শেষ হয়েছে গেল বছরই। এখন চলছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার একই দল নিয়ে সিনেমাটির দ্বিতীয় পর্বের নতুন একটি সিনেমার শুটিং। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সানী সানোয়ার।
সানী সানোয়ার বার্তা২৪.কমকে বলেন, ‘গল্পের ব্যাপ্তি এবং সিনেমার সৌন্দর্য বৃদ্ধির খাতিরে প্রথম থেকেই দুই পর্বের পরিকল্পনা নিয়ে স্ক্রিপ্ট লেখা হয়। ২০১৯ সালে প্রথম এবং দ্বিতীয় লটে বাংলাদেশ-দুবাই মিলে মোট ২৫ দিনের স্থলে ৪০ দিনের স্যুট হয়। আর ৮ জানুয়ারি থেকে সর্বশেষ লটের (১৪ দিনের) শুটিং চলছে।’
সিনেমাটির একটি দৃশ্যে নায়ক শুভ
সানী সানোয়ার আরও বলেন, ‘সিনেমাটি দুটি পর্বে বিভক্ত হলেও প্রতিটি পর্বে রয়েছে একটি পূর্ণাঙ্গ হল্পের আবহ। দুটি পর্বে গল্পের প্লট এক হলেও দর্শক দুই পর্বে দুই ধরনের থ্রিলের আমেজ পাবেন। মিশন এক্সট্রিম ১ম পার্ট হিসেবে গণ্য হলেও দ্বিতীয় পর্বের নামে কিছুটা ভিন্নতা থাকবে।প্রথম খন্ড এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে, আর দ্বিতীয় পর্বের মুক্তির তারিখ পরবর্তীতে জানানো হবে।’
‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। এতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
এছাড়াও রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সানী সানী সানোয়ার নিজেই। পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
Leave a Reply