রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গু পরিস্থিতি পুনরায় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৬২২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসটির কারণে ৫ জনের মৃত্যু হয়েছে।
নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগের রোগী সংখ্যা সবচেয়ে বেশি, ১৩১ জন। ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর ১০০ জন, ঢাকা দক্ষিণ ৯৯ জন, চট্টগ্রাম বিভাগ ৯৮ জন, রাজশাহী ৫১ জন, ময়মনসিংহ ১৯ জন, খুলনা ১৪ জন এবং রংপুরে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে ৫০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৩৭,৬৮৮ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৩৯,৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ১৬১ জন মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দাদের কাছে ডেঙ্গু প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ জরুরি। বাসিন্দাদের বলা হয়েছে, পোকামাকড়ের প্রজনন রোধে বাড়ির আশেপাশে পানি জমে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রোগী সংখ্যা বৃদ্ধি পেলে হাসপাতালে চাপ বেড়ে যেতে পারে। তাই সময়মতো চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।
Leave a Reply