বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে বেশ কিছু নতুন বিধান ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকেই ভোট দিতে হবে। এতে করে ভোটারদের জন্য প্রতীকভিত্তিক বিভ্রান্তির সুযোগ থাকবে না।
এছাড়া নির্বাচনের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পুলিশ ও র্যাব ছাড়াও সেনা, নৌ, বিমান বাহিনী এবং কোস্টগার্ডও আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে কাজ করবে। এতে নির্বাচনী এলাকায় শৃঙ্খলা রক্ষা সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রার্থীদের হলফনামা সম্পর্কেও কঠোর বিধান ঘোষণা করা হয়েছে। যদি কোনো প্রার্থীর জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য পাওয়া যায় এবং তা নির্বাচনের পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হয়, তবে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। কমিশনার মনে করেন, এ পদক্ষেপ প্রার্থীদের আরও দায়িত্বশীল করে তুলবে।
‘না’ ভোটের বিধান নিয়েও পরিবর্তন এসেছে। এখন থেকে একাধিক প্রার্থী থাকলে আর ‘না’ ভোট দেওয়া যাবে না; এটি কেবল একক প্রার্থী থাকলেই প্রযোজ্য হবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। প্রতিটি আসনেই ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন। একই সঙ্গে ফলাফল বাতিলের ক্ষেত্রে কমিশনের কর্তৃত্ব পুনর্বহাল করা হয়েছে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। জনগণের আস্থা অর্জন করতে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হবে।”
Leave a Reply