শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে তিনি স্বাগত জানাবেন। তবে সরকারের কোনো ব্যক্তি বা তাদের সহায়তায় দল গঠন করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছেন হাসিনা।” তার দাবি, প্রধানমন্ত্রী আগেও ষড়যন্ত্র করেছেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও কিছু ভালো হয়নি। তিনি আরও বলেন, “অনেক মা-বাবার বুক খালি করার পরও তার কোনো অনুশোচনা নেই।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে।” তার দাবি, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে এবং বাজারদর বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা-বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি।”
মির্জা ফখরুল বলেন, “পলাতক হাসিনা দেশে গুম-খুনের রামরাজত্ব কায়েম করেছিলেন এবং আয়নাঘর সৃষ্টি করেছিলেন।” বিএনপির মহাসচিব আরও বলেন, দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তাতে সুষ্ঠু নির্বাচন খুব জরুরি। তিনি বিএনপির পক্ষ থেকে সরকারের সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহানগর উত্তর দলের নেতারা এবং অন্যান্য স্থানীয় নেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন তালুকদার।
Leave a Reply