শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
নেছারাবাদে সাত বছরের শিশুকে কণ্যাকে(নাম দেয়া হলনা) ধর্ষনের অভিযোগে আব্দুল বারেক(৪০) নামে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ধর্ষিত শিশু কণ্যার মা ফরিদা বেগম।গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পূনরায় ২১ নভেম্বর( বুধবার)দুপুরে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষনের চেষ্টা করা হলে থানায় মামলাটি দায়ের করা হয়। সম্পর্কে অভিযুক্ত ধর্ষক আব্দুল বারেক(৪০) ধর্ষিত শিশু কণ্যাটির চাচাত ভাই বলে জানাগেছে। শিশুটি এবছর স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে ধর্ষক বারেকের বিরুদ্ধে পুলিশ ধর্ষন মামলা নিয়ে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছেন।
জানাযায়, কামারকাঠি গ্রামের শিশু কণ্যাটির পিতা আব্দুল জব্বার ও অভিযুক্ত বারেক পাশাপাশি বসবাস করত। গত ১৫ নভেম্বর দুপুরে শিশুটিকে কাঠমিস্ত্রি বারেক নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। পূনরায় ২১ নভেম্বর দুপুরের দিকে মেয়েটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বারেক আবারও নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সকালে মামলা নিয়ে ভিকটিমের পরীক্ষার জন্য পিরোজপুর পাঠান।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম তারিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত বারেক শিশুটিকে চকলেট খাওনার প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এ ব্যপারে বারেককে আসামী করে ধর্ষন মামলা নেওয়া হয়েছে। আসামী পলাতক রয়েছে।
Leave a Reply