বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ খুলনা থেকে বরিশাল সড়কে আর কোনো ফেরি থাকল না। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ২ মাস ৯ দিন পর আগামী ৪ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের মানুষের আরো একটি স্বপ্নের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কঁচা নদীর ওপর নির্মিত এ সেতুটির নামকরণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সেতুটি পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সেতুটি উদ্বোধনের সাথে সাথে রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের সাথে পদ্মার এপাড়ের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোনো সেতু থাকবে না। সেতুটি চালুর সাথে সাথে সমুদ্র সৈকত কুয়াকাটা, গভীর সমুদ্র বন্দর পায়রা, পায়রা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাসের সাথে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, সমুদ্র বন্দর মংলা ও শিল্পনগরী খুলনার সরাসরি সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Leave a Reply