শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
বরিশালে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের ধাওয়া, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দল জেলা ও মহানগরের কমপক্ষে ১২ জনের মত নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবী করা হয়েছে। তাছাড়া পুলিশ ঘটনাস্থল হতে দুই স্বেচ্ছাসেবক নেতাকে আটক করেছে।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিনে নগরীর সদর রোডস্থ সিটি কলেজ গলিতে এই ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী।
তিনি জানান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় সাজার প্রতিবাদ সহ মামলা প্রত্যাহার এবং নেতৃর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে বিএনপি।
মুল দলের ওই কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির নেতা-কর্মীরা সদর রোডস্থ বরিশাল সিটি কলেজের মাঠে অবস্থান নেয়। সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপনের নেতৃত্বে সেখান থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি সদর রোডে পৌছাবার আগেই অশ্বিনী কুমার হলের সামনে অবস্থানকারী কোতয়ালী মডেল থানা পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া কর্। এসময় নেতা-কর্মীরা পুনরায় সিটি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট-পটকেল নিক্ষেপ শুরু করে। তখন পুলিশ তাদের ধাওয়া এবং লাঠিচার্জ করে।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল আউয়াল শাহিন, শফিউর রহমান কামাল, উপজেলা পর্যায়ের নেতা রাজ্জাক শেখ, আফজাল হোসেন, এনায়েত রিমন, মাসুদ মোল্লা ও সজিব সহ ১০/১২ জন আহত হয়। যার মধ্যে চারনকে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাছাড়া ঘটনাস্থল হতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাদী।
অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু বলেন, আমরা শান্তিপূর্ন ভাবেই কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ বিক্ষোভ সমাবেশে রাস্তায় থাকা কয়েকজন নেতা-কর্মীর উপর লাঠিচার্জ করে। এক পর্যায় তাদের ধাওয়া করে সিটি কলেজের ভেতর থেকে ১১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর ইসলাম এবং স্বেচ্ছা সেবক দলের বরিশাল মহানগর জলবাযু বিষয়ক সহ সম্পাদক মো: টিপুকে আটক করে পুলিশ।
Leave a Reply