রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়ক এলাকায় ফেসবুক লাইভে এসে আকাশ নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আকাশ পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের বাসিন্দা কাওছারের সৎ ছেলে। স্থানীয়রা জানায়, চার বছর আগে প্রথম স্বামী কবির হোসেনকে ছেড়ে কাওছারকে বিয়ে করেন আকাশের মা কহিনুর বেগম। তবে আকাশ কখনো মায়ের সঙ্গে আবার কখনো নিজের বাবার সঙ্গে থাকতেন। সোমবার বিকেলে কেউ না থাকায় ফেসবুক লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আকাশ। এ সময় আকাশের ঘনিষ্ঠ বন্ধুরা ফেসবুকে নানা ধরনের কমেন্ট করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে আসেন আকাশের মা কহিনুর। এ সময় ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি তিনি। পরে জানালা দিয়ে ছেলেকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এরপর জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে নামিয়ে স্বামী কাওছারকে নিয়ে অ্যাম্বুলেন্সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে আকাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আকাশের নিজের বাবা কবির হোসেন মুঠোফোনে জানান, বিকেলে লোক মারফত জেনে ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে হাসপাতালে যান। তবে কী কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।
কাউনিয়া থানার এসআই রাহাতুল জানান, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply