মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে ও জাতীয়তাবাদীদল বিএনপি নির্বাচনে না আসায় জিমিয়ে পড়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। তেমন একটা শোরগোল নেই বরিশালের বানারীপাড়া উপজেলার কয়েকটি ইউপিতেই।
তবে উদয়কাঠি, বাইশারী ও চাখারে আওয়ামী লীগের নির্যাতীত ও দলের জন্য বহু ত্যাগ শিকার করা পরিবার থেকে প্রার্থী হতে যাচ্ছেন জনতার মনোনীতরা। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে শেষ পর্যন্ত জমে উঠবে নির্বাচন এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।
তবে সদস্য পদে একেকটি ওয়ার্ড থেকে ৫/৬ জন করে প্রার্থী হওয়ায় কোনমতে প্রাণ ফিরছে ওয়ার্ডের নির্বাচনে। এমনই একজন প্রার্থী জয়নাল খান। তিনি সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নির্বাচন করার প্রত্যয়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার স্ত্রীও এই ইউনিয়ন থেকে ২০১৬ সালের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এই সুবাদে স্থানীয়দের সাথে এই পরিবারটির একটা সখ্যতা সৃষ্টি হয়েছে। ফলে নির্বাচনী গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জয়নাল খান। এমন মতামত অনেক ভোটার এবং স্থানীয় বাসিন্দারের। এ বিষয়ে জয়নাল বলেন গত ৫ বছরে স্থানীয় সুবিধাভোগীদের অধিকার প্রতিষ্ঠায় পাওনানুসারে ১ শত % কাজ করেছি। তাই তার আশা জনগনও তার সাথে থাকবেন।
Leave a Reply