রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মৃত তিন শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের সমবেদনা জানাতে যান নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রতিটি পরিবারের হাতে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করেন। এমপি শাওনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মৃতের স্বজনরা।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, রোববার (১৪ মার্চ) সকালে দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে একে একে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
Leave a Reply