শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বানারীপাড়ায় মানব সেবার ব্রতী নিয়ে অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার ধারাবাহিকতা অব্যাহত রেখে সেই পুলিশ অফিসার মোঃ জাহিদ হোসেন মঠবাড়ীয়ার দুঃখি পরিবারের পাশে।
তথ্যসূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিকিকাটা গ্রামের মৃত হামেজ উদ্দিনের স্ত্রী বয়োবৃদ্ধা শামবরু বেগম(৭৫) ভিক্ষা করে অতিকষ্টে জীবন-যাপন করছে। তার কোনো ছেলে-মেয়ে এমনকি ভাই-বোনও নেই।
ভিক্ষুক স্বামী হামেজ উদ্দিনকে নিয়ে সরকারি ভেরিবাঁধের ওপর ঝুপড়ি ঘরে তিনি বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পরে তার মাথা গোঁজার ঠাঁই হয় মঠবাড়িয়া উপজেলার ১০নং গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আরেক বিধবা মোসা. পারভীন বেগম (৪৪) এর জরাজীর্ণ ঘরে।
বিয়ের পূর্ব থেকেই মা-বাবার সঙ্গে ও বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে ভিক্ষা করে নিঃসন্তান শামবরু ভিক্ষুক জীবনের ৬০টি বছর অতিক্রম করেছেন। শামবরু পরিবারের অসহায়ত্বের কথা জানতে পারেন মঠবাড়ীয়া থানার এএসআই জাহিদ হোসেন।
এ পুলিশ সদস্য সিদ্ধান্ত নেন প্রতি মাসে নিজের নামের সরকারী রেশন সহ তার সাধ্যমত সহযোগীতা করে ওই অসহায় বয়োবৃদ্ধার কাছে তুলে দেবেন বিনিময়ে ওই ভিক্ষুক বয়োবৃদ্ধাকে অঙ্গীকার করান (মহানবীর শিক্ষা করোনা ভিক্ষা) জীবনে যতদিন বেঁচে থাকবেন আর কখনো ভিক্ষা করবেন না।
Leave a Reply