বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ বহনকারী ইউনিয়ন সদর থেকে বাংলাদেশের প্রতিষ্ঠতা একমাত্র রাজনৈতিকদল আওয়ামী লীগ তথা গণমানুষের প্রতীক নৌকার দাবীদার হয়েছেন মুজিব আদর্শের পাহারাদার যুবনেতা মু. মুনতাকিম লস্কর কায়েস।
তিনি বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বর্তমানের যুবলীগের অন্যতম আইকন। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে ধারণ করে দলটির ভ্রাতিপ্রতীম সংগঠন বাঙ্গালী জাতির মুক্তির ও স্বাধীনতার অভিন্ন দলিল সৃষ্টির অগ্রভাগে থাকা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে দুই যুগেরও বেশি সময় ধরে স্বার্থহীন ভাবে মেঠোপথ থেকে পিচঢালা ও পাড়া থেকে মহল্লায়, ওয়ার্ড থেকে ইউনিয়ন, সেখান থেকে বন্দরে সবখানেই তার পদচারণ হয়েছে।
কখনও সংগঠন থেকে কোনকিছু পাওয়ার আশায় রাজনীতি করেননি এই ছাত্রনেতা। জীবনের সুন্দর মূহুর্তগুলো ছাত্রলীগের গঠনতন্ত্র প্রতিষ্ঠায় উজার করে দিয়েছেন। উপজেলায় দীর্ঘ ১০ বছর ছাত্রলীগের দায়িত্ব সফল ভাবে শেষ করে বসেন বিয়ের পিঁড়িতে। দীর্ঘ এই রাজনীতির সময় তার ওপরে বিএনপি-জামায়াত জোট সহ জাতীয় পার্টির নির্যাতনও নেমে আসে বহুবার।
অনেক রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়েছেন। জেলও খেটেছেন বহুবার। আর হামলার বিবারণ সেতো ছিলো হিরশিমার মতো। পরিবার থেকে মুজিব অন্তপ্রাণ আদর্শিশের শিক্ষা পেয়ে সেই ছাত্র জীবন থেকে পথ থেকে পথে আওয়ামী লীগকে শক্তিতে পরিণত করতে ছুটে চলা শুরু করেছিলেন কায়েস। তা আজও চলমান আছে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করার মধ্যদিয়ে। এমন একজন নিস্বার্থ আওয়ামী লীগের কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকার কান্ডারী হবার দাবীদার হতেই পারেন বলে উপরোক্ত মন্তব্য করা তৃণমূলের নেতা কর্মীরা জানান।
কায়েস লস্কর জানান, দলের কাছে শান্তির প্রতীক নৌকার আবেদন করেছি। এখন অভিভাবকরা সিদ্ধান্ত দেয়ার মালিক। তবে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বানারীপাড়া সদর ইউনিয়নের মানুষ গুলো তার সাথে আছেন বলে তিনি দৃঢ় ভাবে বিশ্বাস করেন।
Leave a Reply