রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে দক্ষিণাঞ্চলের যাত্রাপালাকারদের এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপালাকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সহসভাপতি যাত্রা গবেষক, পালাকার এম এ মজিদ।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বক্তব্য দেন যশোরের পালাকার আনোয়ার হোসেন, সাহেব আলী, সাতক্ষীরার পালাকার কাজী জাহাঙ্গীর, অনন্ত কুমার, খুলনার পালাকার হেমন্ত কুমার, চিত্তরঞ্জন, রসময়, বাগেরহাটের পালাকার সুধীররঞ্জন এবং গোপালগঞ্জের পালাকার অনন্ত সরকার।
মতবিনিময় সভায় পালাকারেরা বলেন, তাঁরা করোনাকালে নিষ্ক্রিয় বসে না থেকে যাঁর যাঁর মতো পালা লেখায় ব্যস্ত সময় পার করছেন।
এ সময় প্রধান অতিথি পালার প্রেক্ষাপট, ভাষার সারল্য ও একটি নির্দিষ্ট সময়সীমার পালা রচনার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের পালায় মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামীণ মানুষের কথা ও সাম্য সম্প্রীতির বাণী থাকতে হবে।
যাত্রা লোকশিক্ষার বাহন, সে বিষয় মাথায় রেখে সবাইকে কলম ধরতে হবে। পালার ভাষা হতে হবে সহজ–সরল, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। ভাব-ভাষা-ছন্দের জাদুকরিতে দর্শক সহজে মুগ্ধ হতে পারে।
দেশীয় প্রেক্ষাপটে পালা রচনার ওপর গুরুত্বারোপ করে এম এ মজিদ আরও বলেন, দেশের শতাধিকেরও বেশি যাত্রাদল নিবন্ধন আছে। সেসব দলে সিংহভাগ কলকাতার পালা প্রচার করা হয়, যার ভাষা কাহিনির সঙ্গে এ দেশের পুরোপুরি মিল খুঁজে পাওয়া যায় না। এর ফলে আবেগঘন পরিবেশ তৈরিতে কিছুটা বিঘ্নœঘটে। রাতের যাত্রা আসরে দর্শক টানতে হলে দেশীয় পালার বিকল্প নেই।
Leave a Reply