শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের দক্ষিন ভূতেরদিয়া নতুন চর এলাকায় রাতের আধাঁরে ২শত কলা গাছ ভেঙ্গে বিনষ্ট করেছে দূবৃত্তরা ।
মঙ্গলাবার রাতে ওই গ্রামের কৃষক সালাম আকনের ২০শতক জমির ওপর রোপিত কলা গাছের বাগান বেঙ্গে চুরমার করে ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি।
এতে ওই কৃষকের অর্ধ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কে বা কারা কলা বাগান ভেঙ্গেছে সে ব্যাপারে স্পস্ট করে কিছু বলতে পারেনি তিনি।
জানাযায়, উপজেলার ১৭নং দক্ষিন ভূতেরদিয়া মৌজার ৪২নং খতিয়ানের ৩৭১২ ও ৩৭১৩ দাগের ২০ শতক বন্ধকী জমির উপর গত বছর কলাগাছের বাগান করেন কৃষক সালাম আকন।
Leave a Reply