শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি॥ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক দৌড় ঝাপ শুরু করেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা।
তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পৌর এলাকার হাট বাজার, হোটেল, ও পৌর ওয়ার্ড গুলো।
দলের টিকিট পেতে ব্যাপক লবিং-তদবির শুরু করেছেন তারা।
কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে রাখছেন নিয়মিত যোগাযোগ। তবে আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা কেন্দ্রের নির্দেশনার দিকে চেয়ে আছেন।
এখানে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ডিসেম্বরে। ফলে এই পৌরসভার মেয়াদও প্রায় শেষের দিকে।
সুত্রে জানাগেছে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারীর মাসের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে মেহেন্দিগঞ্জ পৌরসভার।
এমন আবাস পাওয়ার পর থেকে মেহেন্দিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা বেশ তোড়জোর শুরু করেছেন।
অনেকে দলীয়ভাবে মনোনায়ন পেতে বেশ মরিয়া হয়ে উঠেছে। এবার পৌর নির্বাচনে নতুন নতুন প্রার্থীর আনাগোনা দেখা যাচ্ছে।
এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিয়েছেন বর্তমান পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সালেহ উদ্দিন বেপারী, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার কানন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। অপরদিকে বিএনপির একাধিক সম্ভব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে রাখলেও দলীয় হাই কমান্ডের নেতৃবৃন্দের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply