রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল॥
সাগরপারের জনপদ কলাপাড়ায় বুধবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বইছে থেমে থেমে দমকা হাওয়া। সাগর উত্তাল রয়েছে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞাকাল চলায় ট্রলার ডুবিতে কোন প্রাণহানির শঙ্কা নেই। পায়রা বন্দরসহ সংলগ্ন এলাকায় চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। কৃষকরা রয়েছেন অজানা শঙ্কায়।
বেড়িবাঁধ বিধ্বস্ত জনপদ রাবনাবাদ পাড়ের লালুয়ার অন্তত দশ গ্রামের মানুষ জলোচ্ছ্বাস আতঙ্কে রয়েছে। এছাড়া সরকারিভাবে নিজামপুরের বিধ্বস্ত বাঁধ মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া রয়েছে। কিন্তু একজন ঠিকাদার ( লিটন-হান্নান) প্রায় দেড় মাস ধরে কাজ না করায় ওই এলাকার পাঁচটি গ্রামের মানুষের আমনের আবাদ ভেস্তে গেছে। এখন সতর্ক সঙ্কেত দেয়ায় প্লাবনের আশঙ্কায় চরম শঙ্কিত হয়ে পড়েছেন। কলাপাড়া উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান জানান, ইউনিয়ন পর্যায়ের সকল টিম লিডারদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করা হয়েছে। বেড়িবাঁধের বাইরের জনগোষ্ঠীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সকল ইউনিয়নের চেয়ারম্যানকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য নির্দেশনা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রয়োজনে খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে বাঁধ নির্মানাধীন আলীপুরের ফাঁসিপাড়া স্লুইস এলাকা দিয়ে জলোচ্ছ্বাসে গোটা এলাকা প্লাবনের শঙ্কা রয়েছে।
Leave a Reply