সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় , আরও ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮১৫ জনে ।
২৪০ জনের নমুনা পরীক্ষা করে , ১৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন । শনিবার (২০ জুন) বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪২ জন ।
তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১৩৩ জন। এছাড়া কালীগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। কাপাসিয়ায় ও কালিয়াকৈরে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
এনিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৮১৫ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩২৯ জন ।
কালীগঞ্জে ২২৪, কাপাসিয়ায় ১৬২, শ্রীপুর উপজেলায় ২৭৭ ।
এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৮২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন , শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৭ জন।
গতকালের যুক্তঃ
গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৭৪ জন।
৫১৮ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
এ নিয়ে জেলায় এখন এ পর্যন্ত ১৮ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
এর মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৫ জনে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও পুলিশ সদস্যরাও রয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়।
যেখানে ভাইরাসটিতে ভুগছেন ১ হাজার ৬৪৪ জন মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ কালিয়াকৈর উপজেলায় (৩১৩ জন)।
মোট আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০৭ জন।
কিন্তু ক্রমেই সংকটাবস্থা দেখে ইতিমধ্যে গাজীপুরকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
#CoronaUpdates #গাজীপুরে_করোনা #করোনা #গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায়
Leave a Reply