বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল- ঢাকা মহাসড়ক থেকে চোরই মোটরসাইকেলসহ পুলিশের হাতে একজন আটক হওয়ার খবর পাওয়া গেছে । রবিবার (১০ মে ) রাত ৯টার দিকে নগরীর সুরভী ফিলিং ষ্টেশন এর সামনে থেকে মোটরসাইকেল চোর হাবিব হাওলাদার ( ১৯) কে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছে থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এস আই মাহামুদ হাসান।
আটককৃত মোটরসাইকেল চোর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগতি এলাকার খোকন হাওলাদারের ছেলে।
মটরসাইকেল মালিক নগরীর কাউনিয়া ৭ নং ওয়ার্ডের কে এম হারুন অর রশিদ এর ছেলে মাইনুল ইসলাম। সে বরিশাল বি এম কলেজের ছাত্র,পাশাপাশি নিজ এলাকায় মুরগী ব্যবসা করেন। মটরসাইকেল মালিক মাইনুল ভয়েস অব বরিশালকে বলেন, নথুল্লাবাদ এলাকার বাঙ্গালী হোটেল এন্ড রেস্তেরার সামনে আমার একটি সিবিজেট ( বরিশাল-ল-১১-২০৩৬) মটরসাইকেল রেখে বন্ধকে নিয়ে খাবার খেতে বসেন। খাবার শেষে বের হয়ে দেখতে পান তার মরটসাইকেলটি নেই।
এসময় বিভিন্ন স্থানে খোঁজ করেন পরে এক পথযাত্রী বলেন পশ্চিম দিকে একটি মটরসাইকেল নিয়ে এক ছেলে হেটে যাচ্ছে। মাইনুল সংবাদ শুনে বরিশাল-ঢাকা সুরভী ফিলিং ষ্টেশন এর সামনে চোর হাবিবকে ঝাপটে ধরে চিৎকার করেন। এসময় স্থানীয় জনতা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থানে চোর হাবিবকে আটক করেন এস আই মাহামুদ হাছান। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান মটরবাইক মালিক মাইনুল ।
এদিকে চোর হাবিব জানান তার খালু রাসেল কাশিপুর ইছাকাঠী শাহপরান সড়কের বাসিন্দা। সে ওই বাড়িতে বেরাতে আসছে। রাসেল পেশায় একজন গেরেজ মিস্ত্রী।
Leave a Reply