শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ।। বাবুগঞ্জের সন্ধ্যা হওয়ার সাথে সাথেই হাট-বাজারগুলোতে জনস্রত নেমে আসে। ফলে মহমারি করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপগুলো ভেস্তে যাচ্ছে। জনসাধারণ ও প্রসাশনের মধ্যে চলছে চোর পুলিশ খেলা!
একদিক থেকে পুলিশ প্রসাশন সতর্ক করে যাচ্ছে অন্য দিক থেকে সমাগম সৃষ্টি করছে অসচেতণ জনগন। করোনার ভয়াবহতা যেন কারো মাথায় ডুকছে না।
কোথাও কোথাও ঢাকা ও চট্রগ্রাম ফেরতরা ঈদ উৎসবে মাতছে! এছাড়া গ্রামের অলি-গলিতে চায়ের পসরা বসিয়ে ভয়াবহ পরিনতির দিকে ঠেলে দিচ্ছে সমাজ। উপজেলা প্রশাসন ও পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও ফেরাতে পারছে না জনসমাগম। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোসাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা হচ্ছে।
খোজ নিয়ে ও সরোজমিনে দেখা গেছে উপজেলার চাঁদপাশা ইউনিয়নে নোমর হাট, পোষ্ট অফিস বাজার, ময়দানের হাট, রেইন্ট্রিতলা, উচাপোল,রহমতপুর ইউনিয়নের রহমতপুর ব্রীজের ঢাল, মীরগঞ্জ বাজার, ছোট মীরগঞ্জ, কেদারপুর ইউনিয়নের মোল্লার হাট,স্টীমার ঘাট, ক্লাবগঞ্জ খেয়াঘাট, মাধবপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, সাতমাইল স্টেশন, মাধবপাশা তিনমঠ, ছয়মাইল স্টেশন, দেহেরগতি ইউনিয়নের বটতলা, নতুন হাট স্টেশন, রাকুদিয়া বাজার, বাহেরচর বাজার ,সাধুকাঠি, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বাজার, সিলনদিয়া, ঠাকুর মল্লিক বাজারসহ বেশ কিছু স্টেশনে জনসমাগম ঘটে। সচেত মহল মনে করছে জনসার্থে এব্যপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
Leave a Reply